ঝাড়গ্রাম জেলার প্রাথমিক স্কুলে কর্মী নিয়োগ, অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে আবেদন করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। সম্প্রতি ঝাড়গ্রাম জেলার প্রাথমিক স্কুল সংসদের তরফে গ্রুপ – ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংসদের তরফে বিজ্ঞপ্তি একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাশ এবং মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। ছেলে ও মেয়ে উভয়ই আবেদনযোগ্য। আগ্রহী প্রার্থীরা অনলাইন মারফত আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর পূর্বে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। যাতে আপনারা খুব সহজেই এই নিয়োগে অংশগ্রহণ নিতে পারেন।

বর্তমানে লাইভ 0 টি চাকরির আবেদন চলছে, কোথায় কোথায় নিয়োগ চলছে জানতে এখানে ক্লিক করুন 👇
Advertisement No.615/JGM/DPSC/23
নিয়োগকারী সংস্থা/ বোর্ডOffice of the Jhargram District Primary School Council
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ১৫ নভেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটdpscjhargram.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

Jhargram Group D and Lower Division Clerk Recruitment 2023

পদের নাম ও শূন্যপদের সংখ্যা –

অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Group – D এবং Lower Division Clerk (LDC) পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। (Group – ‘D’ – ২ টি, LDC – ২ টি)।

শিক্ষাগত যোগ্যতা –

গ্রুপ ডি পদে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদের জন্য মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে।

প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।
  • বয়স হিসেব করতে হবে ০১.১০.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন –

গ্রুপ ডি পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা বেতন দেওয়া হবে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

Jhargram Group D and Lower Division Clerk Recruitment 2023

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য ৩০০/- টাকা ধার্য করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

আগ্রহী প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে। সাথে আবেদন ফি জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করার সময় যে সমস্ত ডকুমেন্ট গুলির প্রয়োজন হবে সেগুলি হল –

  • আধার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট/ প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো
  • নিজের সাক্ষর
  • আবেদন ফি জমা দেওয়ার স্ক্রীনশট

আরও পড়ুন » সুখবর! ভারতীয় রেলের অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ০৬.১১.২০২৩ তারিখ থেকে শুরু এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫.১১.২০২৩ তারিখ পর্যন্ত

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিফিকেশনDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটdpscjhargram.com
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

এই প্রতিবেদনটি থেকে আপনি কত টুকু উপকৃত হলেন তা নিচে Emoji প্রতিক্রিয়া দিয়ে জানান, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সর্বদা আপনাদের জন্য নিরপেক্ষ ও সঠিক তথ্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমাদের কন্টেন্ট আরও উন্নত করার চেষ্টা করি।

😊 - সন্তুষ্ট,  ☹️ - অসন্তুষ্ট,  😡 - ক্ষুব্ধ

আপনার সময় দিয়ে এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। চাকরি সংক্রান্ত আরও হালনাগাদ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার প্রস্তুতি টিপস এবং বিভিন্ন প্রবেশ পরীক্ষার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। আপনার ক্যারিয়ার উন্নয়নে আমরা সর্বদা আপনার পাশে আছি।

আপনার প্রতিক্রিয়া?0
Happy 0%
Sad 0%
Angry 0%

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।