পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সম্প্রতি AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) -এর তরফে ৪৯৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল ছেলে ও মেয়ে উভয়ই চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। AAI New Recruitment 2023
Advertisement No. | 05/2023 |
নিয়োগকারী সংস্থা | AIRPORTS AUTHORITY OF INDIA (AAI) |
মোট শূন্যপদের সংখ্যা | ৪৯৬ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ৩০ নভেম্বর, ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.aai.aero |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
AAI New Recruitment 2023
পদের নাম ও শূন্যপদের সংখ্যা –
AAI -এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Junior Executive (Air Traffic Control) পদে নিয়োগ করা হবে। এই পদে সব মিলিয়ে মোট ৪৯৬ টি শূন্যপদ রয়েছে। (UR – ১৯৯ টি, EWS – ৪৯ টি, OBC – ১৪০ টি, SC – ৭৫ টি, ST – ৩৩ টি)
শিক্ষাগত যোগ্যতা –
এই পদে আবেদন করার জন্য ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বিষয় নিয়ে সায়েন্সের (B.Sc) উপর তিন বছরের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।
অথবা,
ইঞ্জিনিয়ারিংয়ে যেকোনও বিষয়ে পূর্ণ সময়ের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে (তবে যেকোনো একটি সেমিস্টারে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় দুটি অবশ্যই থাকতে হবে)।
বয়সসীমা –
- সর্বোচ্চ বয়সসীমা – ২৭ বছর।
- বয়স হিসেব করতে হবে ৩০.১১.২০২৩ তারিখ অনুযায়ী।
- সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন –
এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে শুরুতেই ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকার মধ্যে বেতন দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি (Selection Process)
- Online Examination (Computer Based Test)
- Application Verification
- Voice Test
- Psychoactive Substances Test
- Psychological Assessment Test
- Medical Test
- Background Verification
আবেদন মূল্য (Application Fees)
- General/ EWS/ OBC : ১০০০/- টাকা।
- SC/ ST/ PWD/ Female : কোনো আবেদন ফি লাগবে না।
- আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে নীচে দেওয়া স্টেপগুলি অনুসরণ করুন।
- প্রথমে AAI -এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero -এ যেতে হবে।

- তারপর Career লিংকে ক্লিক করতে হবে ।
- তারপর Advertisement No. 05/2023 এর পাশে থাকা Registration Link এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- তারপর অনলাইন আবেদন ফি পেমেন্ট করে আবেদন সাবমিট করতে হবে।
** আবেদন ফর্ম ফিলাপ করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন, কারণ ফর্ম ফিলাপ ভুল হলে পরে আর সংশোধন করতে পারবেন না।
আরও পড়ুন – গোটা দেশ জুড়ে এয়ারপোর্টের বিভিন্ন শাখায় কর্মী নিয়োগ, যোগ্যতা উচ্চ মাধ্যমিক, শূন্যপদ 436 টি
দরকারি নথিপত্র (Required Documents)
এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট)
- পরিচয়পত্র
- কাস্ট সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ফটো
গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)
AAI New Recruitment 2023 এই চাকরির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া গত ০১.১১.২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০.১১.২০২৩ তারিখ পর্যন্ত।
**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)
📄 অফিসিয়াল নোটিফিকেশন | Download PDF |
✅ আবেদন লিংক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.aaiclas.aero |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
- খাদ্য দপ্তরে গ্রুপ বি এবং সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, শূন্যপদ ২১৫ টি
- তাপবিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- কেন্দ্রীয় সংস্থায় প্রচুর সুপারভাইজার নিয়োগ
- 677 টি শূন্যপদে ইন্টেলিজেন্স ব্যুরোতে কর্মখালি
- কল্যাণী AIIMS এ ৭৪ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- ভারতীয় রেলওয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি