Aadhaar Card Photo Change INB

INB GURU

আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না, এইভাবে করে নিন পরিবর্তন

আপনার আপনার কি আধার কার্ডের পুরনো ছবি পছন্দ হচ্ছে না এবং এর জায়গায় নিজের নতুন ছবি লাগাতে চান। আমরা এই নিবন্ধে বলবো যে কিভাবে আপনি আপনার আধার কার্ডের পুরনো ছবি পরিবর্তন করে নতুন ছবি লাগাবেন। তাই আপনাদের এই নিবন্ধটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

- Advertisement -

Aadhaar Card Photo Change করার ক্ষেত্রে আপনাকে অনলাইন অথবা অফলাইন মাধ্যম অবলম্বন করে করতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনার আধার নম্বরের প্রয়োজন হবে এবং 50 টাকা আপডেট ফি জমা দিতে হবে।

আধার কার্ডের ছবি অনলাইন মাধ্যমে পরিবর্তন করুন

  • Aadhaar Card Photo Change করার জন্য আপনাকে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in এর হোম পেজে আসতে হবে,
  • হোম পেজে আসার পর Get Aadhaar সেকশনের মধ্যে থাকা Book an Appointment অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর আপনার City/Location সিলেক্ট করে Proceed To An Appointment অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর Aadhaar Update সিলেক্ট করে মোবাইল নম্বর লিখে Generate OTP অপশনে ক্লিক করতে হবে,
  • মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে ভেরিফাই করতে হবে,
  • এরপর আপনার Aadhaar Number, আধারে যে নামটি রয়েছে সেটি লিখতে হবে,
  • এরপর যাবতীয় তথ্য পূরণ করে Next অপশনে ক্লিক করতে হবে,
  • এরপর Personal Details পূরণ করে Next অপশনে ক্লিক করতে হবে,
  • ক্লিক করার পর পেমেন্ট পেজ খুলে আসবে,
  • আপনার পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে অনলাইন পেমেন্ট সম্পন্ন করতে হবে,
  • অনলাইন পেমেন্ট করার পর যেদিন আপনি আধার সেবা কেন্দ্রে যাবেন, আপনাকে সেইদিন Appoinment দিন ও সময় সিলেক্ট করতে হবে।
  • সবশেষে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে, এরপর আপনি একটি রশিদ পাবেন এটি প্রিন্ট করে আধার সেবা কেন্দ্রে ভিজিট করতে হবে, আপনার ঠিক করা Appointment দিন ও সময়ের মধ্যে।

আধার কার্ডের ছবি অফলাইন মাধ্যমে পরিবর্তন করুন

অফলাইন মাধ্যমে আধার কার্ডে ছবি পরিবর্তন করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো ফলো করতে হবে –

- Advertisement -
  • Aadhaar Card Photo Change করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে,
  • এরপর আপনাকে আধার সেবা কেন্দ্রের অফিসারকে নিজের আধার কার্ডের ছবি পরিবর্তন করার কথা বলতে হবে,
  • এরপর অফিসারের দ্বারা Bio Metric নেওয়া হবে,
  • আপনাকে এর জন্য 50 টাকা ফি দিতে হবে,
  • সবশেষে, আপনাকে একটি রশিদ প্রদান করবে এবং কিছু দিনের মধ্যে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন হয়ে যাবে।

নতুন ভোটার লিস্টে আপনার নাম রয়েছে তো? এখনই দেখে নিন

মাত্র 5 মিনিটে পেয়ে যান ফ্রিতে প্যান কার্ড, জেনে নিন আবেদন পদ্ধতি

Important Links – Aadhaar Card Photo Change

Official WebsiteClick Here
Direct Link To Book an AppointmentClick Here

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

1 thought on “আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না, এইভাবে করে নিন পরিবর্তন”

Leave a Comment