BDL Manager Recruitment Notification 2023

INB GURU

ভারত ডাইনামিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন জানেন কত?

BDL Manager Recruitment Notification 2023: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে চাকরির বিরাট সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে চাকরির দারুন সুযোগ। ভারত ডাইনামিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আর দেরি কিসের? আসুন জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

- Advertisement -
Advertisement No.C-HR (TA&CP)2023-3
নিয়োগ সংস্থাBharat Dynamics Limited (BDL)
পদের নামবিভিন্ন পদ
শূন্যপদের সংখ্যাবিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ16 জুলাই, 2023
কাজের স্থানসারা ভারত
অফিসিয়াল ওয়েবসাইটbdl-india.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

BDL Manager Recruitment Notification 2023

পদের নাম –

BDL Manager Recruitment Notification 2023 -এর অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হলো –

  • ডেপুটি ম্যানেজার
  • অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

শূন্যপদের সংখ্যা –

এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা –

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি করে থাকলে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আবেদন করার আগে অফিসিয়াল নোটিশটি অবশ্যই দেখবেন।

বয়সসীমা –

ডেপুটি ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 28 বছর।

বেতন –

ডেপুটি ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে 50,000/- টাকা থেকে 1,60,00/- টাকা বেতন দেওয়া হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে 40,000/- টাকা থেকে 1,40,00/- টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুনঃ মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

- Advertisement -

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এই দুটি পদে আবেদনের জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • আবেদন করার জন্য প্রথমে আপনাকে bdl-india.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আথবা আমাদের এই প্রতিবেদনের নিম্নাংশে থাকা সরাসরি আবেদন করার লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে
  • এরপর APPLY ONLINE অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে যাবতীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে।
  • প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • এরপর আবেদন স্লিপটি প্রিন্ট আউট বের করে নিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো –

  • পরিচয়পত্র
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • আরও অন্যান্য নথি

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন মূল্য (Application Fees)

এখানে আবেদন করার জন্য Gen/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি 500/- টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

ভারত ডাইনামিক্স লিমিটেডের অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে আগামী 16 জুলাই, 2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত  অর্থাৎ  তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ  অর্থাৎ  তারিখ।

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ন লিঙ্কসমুহ (Important Links)

📄 অফিসিয়াল নোটিশDownload PDF
✅ আবেদন লিংকApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটbdl-india.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 IISC বেঙ্গালুরুতে কাজের সুযোগ

🔥 রাজ্যের IIT খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 SSC MTS 2023 – মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

🔥 সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 মাধ্যমিক পাশে রেলওয়ে-তে ৯০৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

1 thought on “ভারত ডাইনামিক্স লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন জানেন কত?”

Leave a Comment