Agriculture Insurance Company Recruitment 2023

INB GURU

কৃষি বীমা কোম্পানিতে কাজের সুযোগ, আবেদন চলবে ৯ জুলাই পর্যন্ত

Agriculture Insurance Company Recruitment 2023 : যে সকল চাকরিপ্রার্থীরা কৃষি বীমা কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে দারুন সুযোগ। এগ্রিকালচার ইন্সুরেন্স কোম্পানী অফ ইন্ডিয়া লিমিটেড (AIC) -এ প্রচুর কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এখানে আবেদন করার জন্য কোনো প্রকার কাগজপত্র পাঠাতে হবে না, সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের মোটা অংকের বেতনও দেওয়া হবে। আজকের এই প্রতিবেদন থেকে আপনারা এই নিয়োগে আবেদন করার প্রণালী, প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা, ডকুমেন্টস সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.AIC/Rect./MT(30)-2023-24
নিয়োগকারী সংস্থাAgriculture Insurance Company of India Limited
পদের নামনীচে বিশদ দেখুন
মোট শূন্যপদনীচে বিশদ দেখুন
বেতন (₹)নীচে বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৯ জুলাই, ২০২৩
স্থানসারা ভারত
অফিসিয়াল সাইটwww.aicofindia.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

Agriculture Insurance Company Recruitment 2023

পদের নাম (Post Name)

AIC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে Management Trainee পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে সব মিলিয়ে মোট ৩০ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম ৬০% (SC/ST – ৫৫%) নম্বর নিয়ে Agriculture Marketing/ Agriculture Marketing & Cooperation/ Agriculture Business Management/ Rural Management বিষয়ে স্নাতক পাশ করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই দেখবেন।

বয়সসীমা (Age Limit)

এখানে Management Trainee পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। বয়স হিসেব করতে হবে ১ জুন, ২০২৩ তারিখ অনুসারে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুনঃ Biswabina Scholarship 2023 – মেধাবীদের জন্য বিশ্ববীণা স্কলারশিপ, আবেদন করলে পাবেন ১৫০০০ টাকা

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের এই পদে চাকরির জন্য সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, সম্পূর্ন আবেদন প্রক্রিয়া নীচে দেওয়া হয়েছে –

- Advertisement -
  • সবার প্রথমে প্রার্থীদের www.aicofindia.com ওয়েবসাইটে গিয়ে CAREER ➡️ APPLY ONLINE বিকল্পটি বেছে নিতে হবে অথবা, এই প্রতিবেদনে নিম্নাংশে থাকা ডাইরেক্ট লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পেজে যেতে পারেন।
  • আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি তথ্য লিখতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর ইমেইল এবং SMS -এর মাধ্যমে Registration Number এবং Password পাবেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করতে হলে মোবাইল Rotate করে নেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • পরিচয়পত্র,
  • বয়সের প্রমাণপত্র,
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট,
  • পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার,
  • জাতিগত শংসাপত্র যদি (প্রযোজ্য হয়), ইত্যাদি।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের  অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)

এখানে আবেদন করার জন্য SC/ ST/ PwBD জাতিভুক্ত প্রার্থীদের ২০০/- টাকা এবং অন্যান্য জাতিভুক্ত প্রার্থীদের এককালীন ১০০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ২৪.০৬.২০২৩
অনলাইন আবেদন শুরু২৪.০৬.২০২৩
অনলাইন আবেদন শেষ০৯.০৭.২০২৩
অনলাইন পরীক্ষার তারিখজুলাই/আগস্ট, ২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ অনলাইন আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
More Jobs NewsClick Here

🔥সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 এখন ঘরে বসেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, জেনে নিন সম্পূর্ন পদ্ধতি।

🔥 প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় আবেদন করুন এবং পেয়ে যান প্রতি মাসে 3 হাজার টাকা।

🔥 আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না, এইভাবে করে নিন পরিবর্তন

বিঃদ্রঃ- উপরের তথ্যগুলি কেবলমাত্র চাকরিপ্রার্থীদের উদ্দ্যেশ্যে প্রদান করা হয়েছে। inbguru.com কোনো নিয়োগ সংস্থা নয় এবং কোনো নিয়োগ পরিচালনা করে না। এটা মূলত সারা ভারত জুড়ে সরকারি ও বেসরকারি চাকরির খবর সংগ্রহ করে তা সহজ বাংলা ভাষায় প্রকাশিত করে। inbguru.com সর্বদা চেষ্টা করে নির্ভুল তথ্য প্রদান করার। তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই (যেমন - পদের নাম, শূন্যপদের সংখ্যা, বয়সসীমা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি)। আবেদনকারীদের উদ্দেশ্যে অনুরোধ জানানো হচ্ছে তারা নিয়োগ সংস্থার Official Website থেকে Notification বা বিজ্ঞপ্তি যাচাই করে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন। আমাদের Disclaimer পড়তে পারেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

2 thoughts on “কৃষি বীমা কোম্পানিতে কাজের সুযোগ, আবেদন চলবে ৯ জুলাই পর্যন্ত”

Leave a Comment