UPI Payment Through Credit Card

INB GURU

এবার থেকে ক্রেডিট কার্ড দিয়ে UPI Payment করুন খুব সহজেই, জেনে নিন পদ্ধতি | UPI Payment Through Credit Card

UPI Payment Through Credit Card: এবার থেকে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI Payment করতে পারবেন। আগে কিন্তু কেবলমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে UPI Payment করা যেত অর্থাৎ UPI Activate করা যেত। এখন Credit Card এর মাধ্যমে UPI Activate করতে পারবেন খুব সহজেই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI Payment করতে পারবেন (UPI Payment Through Credit Card)।

- Advertisement -

UPI Payment Through Credit Card করার জন্য আমরা আপনাকে কিছু গুরুত্বপূর্ন সেটিংস বলবো। যাতে খুব সহজেই আপনি Credit Card দিয়ে UPI Payment করতে পারেন। এর জন্য আপনাকে আপনার Credit Card Details কাছে রাখতে হবে। কারণ সেটিংস করার সময় ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে।

ATM কার্ড ছাড়া UPI PIN সেট করুন, এই পদ্ধতিতে

- Advertisement -

UPI Payment Through Credit Card স্টেপ বাই স্টেপ অনলাইন প্রক্রিয়া

  • UPI Payment Through Credit Card করার জন্য আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে যেতে হবে।
  • এরপর BHIM APP লিখে সার্চ করতে হবে।
  • এরপর BHIM APP ইনস্টল করতে হবে।
  • ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করতে হবে।
  • ওপেন করার পর অ্যাপের ড্যাশবোর্ড খুলে আসবে।
  • এরপর আপনার যে সিম কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে সেটি সিলেক্ট করতে হবে।
  • এরপর Bank Account সিলেক্ট করতে হবে।
  • এরপর Credit Card অপশন দেখতে পাবেন, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ক্রেডিট কার্ডের বিবরণ লিখতে হবে।
  • সবশেষে, আপনাকে UPI PIN SET করতে হবে, এরপরে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI Payment করতে পারবেন।

PayTm UPI Lite: এখন UPI PIN ছাড়া পেমেন্ট করুন, জেনে নিন কিভাবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.

Leave a Comment